ঢাবিতে বিবৃতি প্রদানকারী আওয়ামীপন্থী শিক্ষকদের বহিষ্কার দাবি সাদা দলের

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১৬:৫৩

Thumbnail
ঢাবি সাদা দলের শিক্ষকদের একাংশ

দেশের নানা ঘটনাকে ‘মব সন্ত্রাসআখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে আওয়ামীপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিবৃতি প্রদানে জড়িত সকল শিক্ষকদের ‘ফ্যাসিস্ট দোসরআখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানান সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ঢাকা ডায়েরিকে বলেন, “আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট কার্যক্রম বৃদ্ধির বিষয়ে নানা সমালোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনাকে হত্যার নির্দেশে যারা সহায়তা করেছিল, তারা একটি বিবৃতি দিয়েছে। আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের মধ্যে যারা এখনও বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়। এই বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই প্রযোজ্য।

তিনি আরও বলেন, “বৈঠকে কিছু একাডেমিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। বিগত সময়ে ‘ইমেরিটাস প্রফেসরনিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এ বিষয়ে ভবিষ্যতে যাতে মেধার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে ব্যাপারে ভিসি স্যারকে জানিয়েছি।

সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, “সম্প্রতি ফাঁস হওয়া একটি রেকর্ডে আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই গণহত্যার হুকুমদাতা ও তার পৃষ্ঠপোষকদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যেসব চিহ্নিত দোসর রয়েছে, তারা গতকাল একটি বিবৃতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, “বিশেষ করে গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘বুদ্ধিজীবীপরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

টিডিডি/এসআর