শাবিতে ইনকিলাব মঞ্চের প্রথম কমিটির নেতৃত্বে হাফিজুল-হীরা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৬

Thumbnail
বামে আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং ডানে সদস্য সচিব হীরা আক্তার।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি গঠিত  হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হীরা আক্তার।

রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান, নুর নবী হাসান, আরাফাত হোসেন, নয়ন মিয়া ও লোকমান মিয়া। এছাড়া যুগ্ম সদস্য সচিব হয়েছেন আরিফ হোসাইন, আবরার বিন সেলিম, রুবেল মিয়া, হাসানুজ্জামান রাফি, আশিক রহমান ও তাওহীদুল ইসলাম।

নতুন কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন শুয়াইব আহমেদ চৌধুরী, মিডিয়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু নাঈম চৌধুরী, পরিবেশ ও পর্যটন সম্পাদক আবিদ খান মৌ এবং ক্রীড়া ও ডেভেলপমেন্ট সম্পাদক হয়েছেন জুবায়ের রায়হান।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হান, আদিব খান, মো. আবু ওবাইদা সিদ্দিকী, মো. শাহরিয়ার রশিদ, সাজেদুল কবির শাওন, তাজুল ইসলাম রুপক, আবরার আদিব, নিয়ামুল ইসলাম নিরব, ইশমামুল আমান, মোফাজ্জল আহমেদ শাকিল, মো. রবিউল, শাহরিয়ার নাফিজ, সাইয়েদ মানজির-ই-তাসনিম, আব্দুস শহিদ মুজাহিদ, তাসনিম আল মামুন, মারুফ হাসান তানিম ও এহতেশামুর রহমান ইবতে।

এইচটি।