অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ, পথচলায় ভোগান্তিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

রাজধানীর ঢাকা কলেজ এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কয়েক মিনিটের হালকা বৃষ্টিতেই কলেজের মূল ফটক থেকে শুরু করে নিউমার্কেট ও সায়েন্সল্যাব মোড় পর্যন্ত সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
শিক্ষার্থীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই কলেজের প্রধান ফটকের সামনের সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে কলেজে প্রবেশ ও বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। দিনের বেলায় ক্লাসের সময় এমন পরিস্থিতি হলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে ভেজা কাপড় ও জুতা পরে শ্রেণিকক্ষে যেতে হয়।
সরেজমিনে দেখা যায়, বিকেলের কয়েক মিনিটের বৃষ্টিতেই পুরো এলাকাজুড়ে হাঁটুসমান পানি জমে গেছে। জলাবদ্ধতার ফলে শুধু শিক্ষার্থীরা নয়, আশপাশের দোকানপাটের ব্যবসায়ী ও পথচারীরাও দুর্ভোগে পড়েছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই বৃষ্টির সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার অভাবে অল্প বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায়। এ সমস্যা সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান দ্যা ঢাকা ডায়েরিকে বলেন, ‘সামান্য একটু বৃষ্টি হলেই ক্যাম্পাসের মূল ফটকের সামনে জলাবদ্ধতা দেখা দেয় নৃত্যদিন। শতবর্ষের এই প্রতিষ্ঠানের মূল ফটকে এই জলাবদ্ধতা দেখা দেয় কিন্তু এ নিয়ে কলেজ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এই জলাবদ্ধতার এমন পরিণতি হয় যে, এটি মিনি কক্সবাজারে পরিণত হয়। যা সত্যি এই ঢাকা কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য বেমানান। এই জলাবদ্ধতায় শুধু শিক্ষার্থীরাই ভোগান্তিতে পড়তে হয় না বরং সাধারণ মানুষ ও পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারে না ক্যাম্পাসের সামনে দিয়ে।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি হোসেন বলেন, ‘কলেজের মূল ফটকের সামনে জলাবদ্ধতার কারণে আমাদের যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তি হয়। বৃষ্টির সময় এই ভোগান্তি তুলনামূলক আরও বেশি হয়। যাতায়াত করার সময় অনেক সময় আমাদের পোশাক নোংরা হয়ে যায় এবং সেই অবস্থাতেই ক্লাস করতে হয়। এ ধরনের সমস্যার সম্মুখীন আমরা প্রায়ই হই। আবার জলাবদ্ধ অবস্থা বেশি সময় থাকলে দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরও একজন শিক্ষার্থী আরাফাত ইসলাম হৃদয় বলেন, ‘ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বৃষ্টি হলেই ক্যাম্পাসের মেইন ফটকের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়। শিক্ষার্থীরা ঠিকমতো ক্যাম্পাসে প্রবেশ এবং বের হতে পারে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যার সমাধান করুন।’