নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনা প্রতিষ্ঠানের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি/প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাও শহরে অবস্থিত এফআইও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
 
নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইও-এর পরিচালক অধ্যাপক ড. লি লি। অনুষ্ঠানে প্রতিস্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি।
 
অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও-এর মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইও-এর অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং বিভিন্ন ল্যাবের অন্যান্য গবেষকবৃন্দ।
 
চুক্তি স্বাক্ষরের পরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে এফআইও-এর মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি ক্যাম্পাস এবং 'চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি' ঘুরিয়ে দেখান এবং তাদের গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত হবে।
 
 
টিডিডি/ এএইচআর