প্রভোস্টের বাসায় কাজ না করায় চাকরিচ্যুত জাবির ৩ কর্মচারী, চাকুরী ফেরত পেতে আকুতি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর নজরুল ইসলামের বাসায় কাজ না করায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া তিনজন কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। একইসাথে এ পদে অন্য তিনজনকে নিয়োগ দেয়া হয়। চাকরি ফিরতের জন্য ভিসি, প্রো-ভিসি বরাবার অনুরোধ জানিয়েছেন চাকরিচ্যুতরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন চাকরিচ্যুত ৩ কর্মচারী।
চাকরিচ্যুত ৩ কর্মচারী হলেন- মোসাঃ সোমা, মিরা রাণী রায় ও চম্পা।
সংবাদ সম্মেলনে চম্পা বলেন, আমরা আউটসোর্সিং কোম্পানী ওয়ার্ল্ড সিকিউরিটির মাধ্যমে নিয়োগ পেয়ে জাবির ফজিলতুন্নেসা হলে দেড় বছর ধরে কাজ করছি। অধ্যাপক নজরুল হল প্রভোস্ট হয়ে আসার পর হলে কাজ করার পাশাপাশি তার বাসায় কাজ করার জন্য বলেন। সেখানে আমরা ৭ জন অস্বীকৃতি জানাই। তার বাসায় আমাদের এক সহকর্মী তিনমাস অমানবিক কাজ করে অসুস্থ হয়ে পড়ে। তারপরও তিনি হলে এসে অন্যান্য কর্মচারীদের বারো মাসে বারোজন কর্মচারীদের তার বাসায় কাজের জন্য জবরদস্তি করাসহ অফিস রুমে নিয়ে মানসিক অত্যাচার করে এবং চাকরি থেকে পদত্যাগের জন্য বাধ্য করতে থাকে। গতকাল কোম্পানি কর্মকর্তা আমাদের তিনজনকে কোন কারণ না দর্শিয়ে চাকরিচ্যুত করে।
তিনি আরও বলেন, হল প্রোভোস্টের নির্দেশ হল সুপার আমাদেরকে হলে প্রবেশ করতে নিষেধ করে। আমাদেরকে চাকরিচ্যুত করে স্যারের বাসায় যারা কাজ করে সেই তিনজনকে নিয়োগ দেয়।
আরেক চাকরিচ্যুত কর্মচারী মিরা রানী রায় বলেন, আমাকে এমন সময় চাকরিচ্যুত করা হয় যখন দুর্গাপূজা চলছে। এখন পূজার কোন কিছুই আমি করতে পারছি না। চাকরিচ্যুত করার বিষয়ে কোম্পানির কর্মকর্তাকে জিজ্ঞেস করলেও কোন কারণ জানায়নি।
এসময় তারা বলেন, আমরা ভিসি, প্রো-ভিসি স্যারদের সাথে দেখা করেছি। আমাদের চাকরি ফিরতের জন্য তাদের কাছে অনুরোধ করেছি।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, 'আমার হলে সুইপার সংকট ছিল। তাঁদের সুইপারের কাজ করতে বলা হলে তাঁরা অস্বীকৃতি জানান। তাই আউটসোর্সিং কোম্পানিকে জানানো হয়। তারা ওই তিনজনকে পরিবর্তন করে দিয়েছে। নতুন করে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, ডাইনিংয়ে তাঁদের নিয়োগ হলেও সুইপারের কাজও করবেন।'
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাধ্যক্ষ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত রবিবার ওয়ার্ল্ড সিকিউরিটি সল্যুউশন লিমিটেডের এক আবেদন পত্রে ফজিলাতুন্নেসা হলের তিন কর্মচারী পরিবর্তন করে নতুন তিনজন (সিতু রাণী, মিসেস রহিমা আক্তার, সুমা বেগম) কর্মচারীকে নিয়োগ দেয়া হয়।
টিডিডি/ এএইচআর