গাজায় ঢাবি শিক্ষার্থী আনাসের পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৮:০৫

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু আনাস র্যালির পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ জুলাই (বুধবার) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক', 'আমেরিকা মুর্দাবাদ', 'ফিলিস্তিন মুক্ত করো, সেনাবাহিনী প্রেরণ করো', 'তুমি কে, আমি কে?—ফিলিস্তিন, ফিলিস্তিন', ইত্যাদি স্লোগান দিতে থাকেন ।
সমাবেশে ঢাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, “আরব শাসকদের বিশ্বাসঘাতকতা ও মুসলিম বিশ্বের নীরবতা আজকের গাজায় চলমান গণহত্যার অন্যতম প্রধান কারণ। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা সাম্রাজ্যবাদীদের সঙ্গে আতাত করেছে। তারা প্রকৃতপক্ষে এই গণহত্যার নীরব সহযোগী। এখন সময় এসেছে বুঝে নেওয়ার যে ফিলিস্তিনের মুক্তি ও নিরাপত্তা কেবল শক্তিশালী সামরিক হস্তক্ষেপেই সম্ভব।”
তিনি আরও বলেন, এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের উচিত রাষ্ট্রীয় পর্যায়ে জোরালো প্রতিবাদ এবং কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া।
টিডিডি/ একে