জাবিতে ভবন নির্মাণে কাটা হলো ৩০ টি গাছ, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ২১:৫৯

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  গাণিতিক ও  পদার্থ  বিষয়ক অনুষদের ভবন নির্মাণের জন্য  প্রশাসনের অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়ে  ৫ সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে  এই তথ্য জানানো হয়।
 
তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশে বলা হয়, পদার্থ বিজ্ঞান ভবন ও নির্মাণাধীন থিয়েটারের মাঝামাঝি স্থানে গাছ উপরে ফেলার বিষয়টি তদন্তপূর্বক সত্যতা উদ্‌ঘাটন করে ০৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হলো।
 
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সভাপতি ও সমাজবিজ্ঞান অনুষদে ডেপুটি রেজিস্ট্রার এস এম বদরুল আলম কে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন আইন অনুদের ভারপ্রাপ্ত  ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক (আইবিএ-জেইউ), অধ্যাপক  ড. আইরিন আক্তার ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা। 
 
এর আগে ৩০ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও  পদার্থ বিষয়ক অনুষদের ভবনের জন্য প্রায় ৩০ টি গাছ কাটা হয় বলে অভিযোগ করেন একদল  শিক্ষার্থী।