ঢাবির শহীদুল্লাহ্ হলে গাঁজা সেবনের অভিযোগে আটক ৪

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এদের মধ্যে দুইজন হলটির আবাসিক শিক্ষার্থী, একজন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও অপর জন বহিরাগত।
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহীদুল্লাহ্ হলের প্রধান ভবনের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হলে উপস্থিত হন হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি জানান, কক্ষে জিজ্ঞাসাবাদের সময় তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
 
আটককৃতদের মধ্যে শহীদুল্লাহ্ হলের ২০১৯-২০ সেশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ফয়সাল রয়েছেন। বাকি দুইজনের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ২০২২-২৩ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হোসেন এবং অন্যজন বহিরাগত, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
ঘটনার পর বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়। কার্জন এলাকার সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী জানান, তারা বন্ধুর কাছে ঘুরতে এসেছিল এবং মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 
 
অন্যদিকে শহীদুল্লাহ্ হল প্রশাসন জানিয়েছে, আবাসিক দুই শিক্ষার্থীর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
 
 
টিডিডি/ এএইচআর