ঈদের ছুটিতে ঢাবির বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার আহবান কাদেরের
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ২০:৩৬

ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার ক্ষেত্রে বাস-ট্রেনে টিকেট না পাওয়াসহ নানা বিড়ম্বনা এড়াতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
তিনি আজ শুক্রবার (২৯ মে) তার ফেসবুক পোস্টে লিখেন, 'ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে ঢাবি শিক্ষার্থীরা বাস-ট্রেনের টিকেট না পাওয়া সহ নানান বিড়ম্বনার শিকার হয়। অনেকেই শেষ মূহুর্তে টিকেটও পায় না। এক্ষেত্রে ক্যাম্পাসের বাসগুলা যদি শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়; তাহলে অনেক সহায়ক হবে।'
তিনি আরও লিখেন, 'এই বিষয়ে দায়িত্বে থাকা মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ম্যামের সাথে কথা বলেছি৷ উনি বিষয়টা গুরুত্বের সাথে নিয়েছেন এবং আগামীকাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।'