ডাকসু বিজয়ীদের সালাহউদ্দিন আহমদের অভিনন্দন, ঢাবি ছাত্রদল নেতার সমালোচনা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানালে তা নিয়ে এক ঢাবি ছাত্রদল নেতা সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাবির বিজয় একাত্তর হলের যুগ্ম আহ্বায়ক ও ডাকসু-২০২৫ হল সংসদে পাঠকক্ষ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই বিএনপি নেতার সমালোচনা করে একটি পোস্ট দেন। 

ওই পোস্টে পলাশ লিখেছেন, আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয় ছাত্রদল। জেল-জুলুম, হামলা-মামলার প্রত্যক্ষ স্বীকার হয় ছাত্রদল। পড়াশোনা, ক্যারিয়ার এমনকি পরিবার- প্রিয়তমা পর্যন্ত ছাড়তে বাধ্য হয় ছাত্রদল। সারাদেশে বিএনপি এবং অন্যান্য অঙ্গ, সহযোগী সংগঠনের মাঠ-ঘাট-হাট দখলের খেসারত দেয় ছাত্রদল। কিন্তু এতেও বিএনপির মন ভরে না। ছাত্রদলের নেতা-কর্মীদের জন্মই তো হয়েছে শুধু স্যাক্রিফাইস করার জন্য। 

সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, তাইতো কোনো এক গায়েবি কারণে ডাকসুতে তাহাজ্জুদের ফলাফল মেনে নিয়ে অভিনন্দন জানায় বিএনপির সালাউদ্দিন আহমেদরা। ছাত্রদলের সুপার ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কুরবানি করতে তাদের এক সেকেন্ডও ভাবতে হয় না! ছাত্রদলকে এভাবে অবমূল্যায়ন করতে থাকলে বাংলাদেশপন্থীরা বারবার এভাবেই পরাজিত হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় এই একটা কথা যাতে বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠনের নীতিনির্ধারকরা অন্তরে লালন করে এই আশাবাদ ব্যক্ত করি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন-২০২৫ এ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, ও এজিএস মহিউদ্দিন খান। শীর্ষ এ তিনপদ ছাড়াও ২৮টি পদের ২৩ টিতে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

 

টিডিডি/ এএইচআর