ঢাবির জিয়া হলে শিক্ষার্থীদের উদ্যোগে ফার্স্ট এইড বক্স ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ২১:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা সরঞ্জাম ও ঔষধের ব্যবস্থা করেছেন হলটির কয়েকজন শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) এ উদ্যোগ বাস্তবায়ন করেন হলটির আবাসিক শিক্ষার্থী মাহবুব তালুকদার (২০১৮-১৯ সেশন), আসিফ ইমাম (২০১৯-২০ সেশন), মোহাম্মদ ফোজায়েল (২০১৯-২০ সেশন), রুম্মান ইমন (২০২০-২১ সেশন), মাহবুব (২০২০-২১ সেশন) সহ আরও কয়েকজন। এসময় তারা হলে স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ ফার্স্ট এইড বক্স, সার্জিক্যাল ইকুইপমেন্ট ও ওষুধপত্র সরবরাহ করেন।

এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্য থেকে মোহাম্মদ ফোজায়েল বলেন, আলহামদুলিল্লাহ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোগ। অনেক দিন ধরেই আমাদের হলের সবাই প্রাথমিক চিকিৎসা সেবার ঘাটতি অনুভব করছিলাম। সেজন্য আমরা কয়েকজনের ব্যাক্তিগত উদ্যোগে হলে 'ফাস্ট এইড বক্স' এর ব্যবস্থা করতে পেরেছি। আশা করছি এর মাধ্যমে হলের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবার সংকট কিছুটা হলেও নিরসন হবে।
তিনি বলেন, ফার্স্ট এইড বক্স থেকে শিক্ষার্থীরা ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিস টেস্ট মেশিন, গান থার্মোমিটার, এনালগ থার্মোমিটার, অক্সিমিটার, এন্টিসেপটিক ও ব্যথানাশক ক্রিম, সার্জিক্যাল মাস্ক-ব্যান্ডেজ, হেক্সিসল, পভিসেপ ও ওষুধপত্রের সেবা নিতে পারবেন। এই সেবা প্রদানের দায়িত্বে থাকবেন জিয়া হলের সিকবয় ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।
রুম্মান ইমন জানান, আমরা জিয়া হলের শিক্ষার্থীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্য থেকে ক্ষুদ্র এই উদ্যোগ নিয়েছি। ফার্স্ট এইড বক্স থেকে শিক্ষার্থীরা ব্লাড প্রেশার মেশিন, ডায়াবেটিস টেস্ট মেশিন, গান থার্মোমিটার, এনালগ থার্মোমিটার, অক্সিমিটার, এন্টিসেপটিক ও ব্যথানাশক ক্রিম, সার্জিক্যাল মাস্ক-ব্যান্ডেজ, হেক্সিসল, পভিসেপ ও ওষুধপত্রের সেবা নিতে পারবেন। এই সেবা প্রদানের দায়িত্বে থাকবেন জিয়া হলের সিকবয় ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।