ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ওয়াটার ডিসপেনসার স্থাপন করেছে ছাত্রশিবির
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ১৮:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুপেয় ঠান্ডা পানির চাহিদা পূরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি নিজস্ব অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হল, সেন্ট্রাল লাইব্রেরি, সাইন্স লাইব্রেরি, শারিরীক শিক্ষা কেন্দ্র ও হোস্টেলের প্রতিটি ভবনে ওয়াটার ডিসপেনসার স্থাপন করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির সংকট বিবেচনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাবি শিবির। প্রতিটি আবাসিক হলের প্রতিটি ভবনে অন্তত একটি করে ফিল্টার বসানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর দ্যা ঢাকা ডায়েরীকে জানান, "একটি ছাত্রবান্ধব সংগঠন হিসেবে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ। বর্তমানে ক্যাম্পাসজুড়ে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার। এ প্রতিকূল আবহাওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের প্রতিটি ভবনে ওয়াটার ডিসপেনসার স্থাপনের উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা সহজেই বিশুদ্ধ ও ঠান্ডা পানি পান করতে পারেন।"
বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের ২০২০-২১ সেশনের এক নারী শিক্ষার্থী আম্মারাহ্ বলেন, 'আমাদের হলে প্রত্যেক ফ্লোরে একটা করে ফিল্টার থাকলেও সেগুলো থেকে ঠান্ডা পানি পাওয়া যায় না।গরমের সময় পানিও অনেক গরম হয়ে থাকে।বাধ্য হয়ে এই গরম পানিই খেতে হয়। অথবা একটু ঠান্ডা পানির আশায় ট্যাপের পানি খেতে হয়, যেটা অস্বাস্থ্যকর। ছাত্রশিবিরের এই ওয়াটার ডিসপেনসার স্থাপনের ফলে মেয়েদের ঠান্ডা পানির অভাবটা অনেকাংশে দূর হয়েছে। মেয়েরা স্বস্তি পাচ্ছে।'