ময়মনসিংহে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে প্রাণী সেবা ও চারা বিতরণ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১৬:৪২

Thumbnail
ছবি: প্রতিনিধি
ময়মনসিংহের সুতিয়াখালি এলাকার খামারিদের গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে প্রাণী চিকিৎসা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এছাড়া ওই অঞ্চলের সবুজায়নের লক্ষ্যে কৃষকদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
 
শনিবার (৩০ আগস্ট) জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে প্রাণী সেবা নিতে ওই অঞ্চলের শতাধিক খামারিকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।
 
ডা মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্ব ও ডা. মো. বয়জার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া বাকৃবি বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, একসময় বলা হতো, ভারত থেকে গরু না আসলে আমরা না খেয়ে থাকব। এখন কিন্তু কোরবানির ঈদে ভারত থেকে গরু আসে না, তারপরেও আমরা বেশি উৎপাদন করছি। আবার বলা হতো, ভারত থেকে পেঁয়াজ না এলে আমরা চলতে পারব না। এখন কিন্তু আমরা ভারতের পেঁয়াজ ছাড়াও চলছি। তার মানে, এই দেশের কৃষকরাই দেশটাকে বাঁচিয়ে রেখেছে। কৃষকরা যা করছে সেটাই আসল জিনিস। এ দেশের ৮০ ভাগ মানুষ কৃষক, কৃষকরাই চাষাবাদ করে। তাই তাদের উন্নয়ন কিভাবে করা যায় সেটাই আমাদের মূল চিন্তা।”
 
তিনি আরও বলেন, করোনার সময়ে মানুষকে সহযোগিতা, ডেঙ্গুর সময়ে সহযোগিতা, বন্যার সময়ে সহযোগিতা, শীতকালে শীতবস্ত্র বিতরণ এসব কার্যক্রম আমরা করে থাকি। পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজনও করি।”
 
 
 
টিডিডি/ ওএ