‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠানে গিয়ে ডিবি হেফাজতে ঢাবি অধ্যাপক কার্জন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১৬:০৩

Thumbnail
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

‘মঞ্চ ৭১’ নামক সংগঠনের গোলটেবিল আলোচনায় অংশ নিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। একই সঙ্গে হেফাজতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকেও। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘আবদুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ বেশ কয়েকজনকে শাহবাগ থানা পুলিশ হেফাজতে নেওয়ার পর ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

এর আগে সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

আলোচনায় প্রথমেই বক্তব্য দেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত–শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে।’

তার বক্তব্যের পরপরই একটি মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন এবং ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ে যোদ্ধারা, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন।

দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে অবরোধকারীরা আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের কাছে তুলে দেন। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সদস্যরা তাদের একটি ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করেন।