ঢাকা কলেজে 'ভয়েস অব ইয়ুথ হিউম্যানিটি বাংলাদেশ' -এর কমিটি অনুমোদিত

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ২০:৩১

Thumbnail
ছবি: নাঈম হাসান আরাভ ও মোশতাক আহম্মেদ
ঢাকা কলেজের প্রতিনিধিত্বকারী তরুণদের উদ্যোগে গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন 'ভয়েস অব ইয়ুথ হিউম্যানিটি বাংলাদেশ'-এর কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে।
 
আজ সোমবার (২৩ জুন) ঢাকা কলেজ ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও পরিবহন কমিটি, ঢাকা কলেজের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।
 
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম হাসান আরাভ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোশতাক আহম্মেদ।
 
তাদের নেতৃত্বে সংগঠনটি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনের লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাবেদ, আহামেদ ফাহিম, মেহেরাজ হাসান আকাশ, ইমতিয়াজ আহমেদ ইফতি, রাকিব হাসান, আকাশ শিকদার, রজিন, জুম্মান, সাইদুল ওসমান, রাকিব, শাহরিয়ার মিনহাজ, সিয়াম শাহরিয়া, মারুফ, মিনহাজ খান, মিরাজুল ইসলাম, আমানুল্লাহ আমান, ইকবাল জিহাদ, স্বর্গ রোজারিও, আব্দুল আল হাদি সিয়াম, ইশতিয়াক অনিক, শাহরিয়ার আব্দুল্লাহ ঐশ্বর্য, নুরুল হুদা, মিনার, আশিক খান, শাহজালাল, নাহিদ হাসান, আবু সালেহ মূসা, জামিল সরকার, ইউসুফ আহমেদ, নাঈম, আব্দুল্লাহ, আশিকুর, রহমান, ইশতিয়াক, রাফসান, রায়হান চৌধুরী, আকাশ খান, আল মামুন, আল আমিন, ইমতিয়াজ আহমেদ, মাহামুদুল হাসান শুভ, মো: মারুফ, জুনায়েদুল ইসলাম, রাহুল, প্রত্যয়, ফাহিম রোহান, কাজী সোয়াদ, মিনহাজুল ইসলাম মেহেদী, মুনির, হাসনাইন আহাম্মেদ, রোহান, সানজিদ মাহমুদ, তানবীর নাঈম, নাজমুল, ইবনে সাদ, সিয়াম, কামরুজ্জামান তামিম, মাসুদ রানা, নূর ইসলাম, মেহেদী হাসান শান্ত, অমিত রয়, ফিরোজ, রবিন হোসাইন, ইয়াসিন আহমেদ তাসকিন, তৌফিদ এলাহী, সাগর, রায়হান চৌধুরী, মোঃ সজিব, নাঈম, রায়হান, আল মুকসিত রহমান সাদ, মোঃ তানভীর হোসেন, মাহমুদুল হাসান নূর, লাবিব হাসান, নাছিবুল ইসলাম নাহিদ, রাকিব, হিমেল, আরাফাত আর রাফসান, তাজমীর আহমেদ তনু, রাকিব হাসান, অনিক হাসান, উজ্জ্বল হোসেন অভি, মোঃ রিজওয়ান খান রুদ্র, রাআদ খান, তানজির রহমান ইমন প্রমুখ।