ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১৫:৫১

Thumbnail
ছবি: সংগৃহীত
ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচী আজ (২৩ জুন) এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের শহীদ এন.এস.এম. নজীব উদ্দিন খান পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
 
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।
 
অনুষ্ঠানে বক্তারা ছাত্রদলের ঐতিহ্য, সংগ্রামের ইতিহাস এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সদস্যপদ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক পিয়াল হাসান এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব মিল্লাদ হোসেন।
 
উল্লেখ্য অনুষ্ঠান শেষে আগ্রহী শিক্ষার্থীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করা হয়।