রবিবার ১২টার মধ্যে ঢামেক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১৬:৫৬

Thumbnail
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে ছাত্রদের আবাসিক হল ত্যাগ করতে হবে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।
 
জরুরি ওই সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ফারুক আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
 
এর আগে শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ঢামেক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি আবাসিক হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রী হলের ছাদ থেকেও খসে পড়ছে সিলিং। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
 
আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে বাজেটে আবাসন উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দেরও দাবি জানান তারা।
 
এদিকে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা হল না ছাড়লে শিক্ষকরা কর্মবিরতিতে যেতে পারেন। তবে কলেজ বন্ধ থাকলেও প্রফেশনাল পরীক্ষা যথারীতি চলবে। আজ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ওরিয়েন্টেশন ক্লাস বর্জন করছেন।
 
টিডিডি/ এএইচআর
আরও পড়ুন