রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র স্থানান্তরসহ ৩ দফা দাবিতে গণ অনশন
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ২০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়। দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের দাবিগুলো হলো, রাকসুর ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থাপন ও ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখা, অপপ্রচারমূলক গ্রুপ ও পেইজ বন্ধ করা এবং সাইবার বুলিং রোধে কার্যকর সেল গঠন, গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলাসহ জুলাই অভ্যুত্থানের আগে ও পরে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভোটাধিকার বাতিল করে ছবি-সংবলিত ভোটার তালিকা প্রণয়ন।
রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটকেন্দ্র হলে রাখার সিদ্ধান্ত হয়েছে। আমরা গণতান্ত্রিক ছাত্রজোট, ছাত্রদল, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন শুরু থেকেই এর বিরোধিতা করছি। আমাদের দাবি ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করা হোক।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, হলে ভোটকেন্দ্র নির্ধারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের ৬০% এর বেশি শিক্ষার্থী হলে থাকেন না, ফলে এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য হলে ভোট দেওয়া অসুবিধাজনক। একাডেমিক ভবনে ভোটকেন্দ্র হলে সবাই সমানভাবে অংশ নিতে পারবে।
তিনি আরও জানান, এক হাজারের বেশি শিক্ষার্থীর সঙ্গে কথা বলে দেখা গেছে, অধিকাংশই হলে ভোটকেন্দ্র রাখায় অসন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। প্রশাসন কার নির্দেশে চলছে তা বোধগম্য নয়। কোনো ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।
অনশনে অংশ নিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ এবং ছাত্র ফেডারেশনের সদস্য সচিব ওয়াজেদ শিশির অভি।
উল্লেখ্য, আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা এই তিন দফা দাবি উত্থাপন করেন।
টিডিডি/ এএইচআর