শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাণ-প্রকৃতির রক্ষায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ২০:৩৫

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি
সিলেটের সাদা পাথর লুট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাছ কাটা এবং ট্রাকচাপায় একটি কুকুরের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
 
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা করার প্রয়োজন মনে করে না। অনেক সময় তাদের এ ধরনের সিদ্ধান্তের কথা অন্য মাধ্যম থেকে জানতে হয়। 
 
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, প্রশাসন কেন তাদের এসব গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করে না? ক্যাম্পাসের প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের যৌক্তিকতা কী, তা জানার অধিকার কি শিক্ষার্থীদের নেই? 
 
শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসনের উচিত ক্যাম্পাসে প্রবেশকারী লাইসেন্সবিহীন ট্রাকগুলোকে চিহ্নিত করে তাদের চলাচল বন্ধ করা। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে গাড়ি চলাচলের জন্য একটি নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করে দেওয়া এবং অভ্যন্তরীণ রাস্তাগুলোর সংস্কার করা। 
 
সাদা পাথর লুট প্রসঙ্গে প্রতিবাদকারীরা বলেন, সাদা পাথর একদিনে লুট হয়ে যায়নি। অনেক আগে থেকেই দেশের প্রথম সারির গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হচ্ছিল, তখন অন্তর্বর্তীকালীন সরকার কোথায় ছিল? কেন তাদের টনক নড়েনি? নাকি অর্ন্তর্বতীকালীন সরকার ঐ এলাকার রাজনৈতিক নেতাদের খুশি করতে কোনো বাধা দেয়নি? এমন প্রশ্ন থেকেই যায়। 
 
 
টিডিডি/ এএইচআর