তীর্থ দাসকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিল কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৮

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তীর্থ দাসকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) রূপালী ব্যাংকের অর্থায়নে সরবরাহকৃত হুইল চেয়ারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে তীর্থের কাছে হস্তান্তর করেন।

হুইল চেয়ার প্রদানকালে উপাচার্য বলেন, “এই চেয়ার ব্যবহারের মাধ্যমে তীর্থ এখন নিজের চেষ্টায় চলাফেরা করতে পারবে। এতে তার দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হবে এবং তার মায়ের পরিশ্রমও কমবে।” এসয় তিনি রূপালী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়কে পূর্ব প্রতিশ্রুত অ্যাম্বুলেন্সটি দ্রুত প্রদানের অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংকের ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম নাসরিন সুলতানা, ত্রিশাল শাখার এজিএম মো. মাসুম, প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থের মা তাপসী রাণী দাস।

উল্লেখ্য, তীর্থ দাস ছোটবেলা থেকেই ডুচেন মিসকুলার ডিসট্রফি (DMD) রোগে ভুগছেন, যার কোনো স্থায়ী চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে তার পায়ের পেশি দুর্বল হয়ে পড়ায় হাটতে পারেন না তিনি। হুইল চেয়ার পেয়ে তীর্থ ও তার মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রূপালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

টিডিডি/ এএইচআর