রাবিতে ফিজিওথেরাপিস্টকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ, বহিরাগতদের বিরুদ্ধে তদন্ত দাবি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৯:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে বেধড়ক মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি পেয়েছেন, এমন কথা বলে তাকে মারধর করা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ২৩ নম্বর কক্ষে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম মো. গোলাম আজম ফয়সাল। তিনি ওই কেন্দ্রে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিউটিতে থাকা ফয়সালের কক্ষে প্রথমে একজন ব্যক্তি প্রবেশ করে তাঁর পরিচয় নিশ্চিত করে। কিছুক্ষণ পর ৭-৮ জনের একটি দল সেখানে গিয়ে কোনো কথাবার্তা না বলেই ফয়সালকে মারধর শুরু করে।
ফয়সালকে টেনে হিঁচড়ে কেন্দ্রের বাইরে এনে তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তার জামাকাপড় ছিঁড়ে যায়। এ সময় যারা হামলার দৃশ্য মোবাইলে ধারণ করার চেষ্টা করছিলেন, তাদের অন্তত তিনজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এরপর আহত অবস্থায় ফয়সাল প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাঁকে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ফয়সাল জানান, ‘হামলাকারীদের একজনকে অন্য একজন “জনি” নামে ডাকছিল। যাওয়ার সময় তারা আমাকে চাকরিচ্যুত করার হুমকিও দিয়ে যায়। আমি এখনো আতঙ্কে আছি এবং মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘ঘটনার পর চিকিৎসাকেন্দ্রে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা না থাকলে আমাদের পক্ষে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। “জনি” নামে একজন বহিরাগতকে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা জানতে পেরেছি। পুলিশ প্রশাসনের সহায়তায় দ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। প্রক্টর অফিসের সঙ্গে আলোচনা করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত একটি মিটিং ইতোমধ্যে হয়েছে এবং নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
টিডিডি/এসআর