নিজ বাসা থেকে চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য সৃষ্টি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৬:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা তানহা লামিয়া নামের এক শিক্ষার্থীর নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টার দিকে চবি ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ফ্ল্যাট বাসার চতুর্থ তলা থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ফ্ল্যাট বাসার চতুর্থ তলায় মা-বাবার সাথে থাকতেন লামিয়া। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন।
তাঁর সহপাঠীরা জানায়, লামিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনে একটি ফ্ল্যাট বাসার চতুর্থ তলায় মা-বাবার সাথে থাকতেন। সবমসময় হাসিখুশি আর প্রাণবন্ত থাকতেন। কোটা আন্দোলনসহ যে কোনো আন্দোলনে তাকে অগ্রভাগে দেখা যেতো। গতকাল ও সে হাসি খুশি মুখে ছিল। আজ তাঁর বাসাতে গলায় ওড়না পেছানো অবস্থায় লাশ পাওয়া যায়।
সহপাঠীরা আরও জানান, জানালার গ্রিলের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস নিয়েছে এমন অবস্থায় ছিল লামিয়া। ওর মা সকাল সাড়ে ৯টায় রুম ঝাড়ু দিতে ঢুকে এ অবস্থায় পায় ওকে। ওর পাশের রুমে ওর বাবা মা থাকে। রাতের পর ওর বাবা মা'র সাথে আর কথা হয় না।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, " জানালার গ্রিল থেকে ওর লাশ নামানো হয়েছে। ওর মাথা থেকে সর্বোচ্চ ১-২ফিট উপরে ওড়না টা পেচাঁনো ছিল এমনকি ওর কোমর পর্যন্ত গ্রিল ছিল"। এমন উচ্চতা থেকে একজন মানুষ আত্মহত্যা করবে এটা সন্দেহের বিষয়। আত্মহত্যা করতে চাইলে সে ফ্যানে বা আরেকটু উপরে ওড়না ঝুলাতে পারতো"।
তার মৃত্যু নিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ''লামিয়া আমাদেন মাঝে আর নেই তা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না! সব সময় মিছিলের সামনেই থাকতো মেয়েটা। পরশুদিন তার জন্মদিন গিয়েছে, ট্রিট দেওয়ার কথা ছিল। মুখে সব সময় খই ফুটতো, কথা শুরু হলে শেষ হওয়ার না। কি তেজদীপ্ত সাহস, কথায় কত জোর, এমন মেয়ে আত্মহত্যা করবে এটা বিশ্বাস করতে পারছিনা! এটা নিশ্চিত খুন"।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর অধ্যাপক কুরবান আলী বলেন, ' আমরা এ বিষয়ে জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। তারপর তার বাসায় গিয়ে জানালার পাশে ওড়না পেছানো অবস্থায় লাশ দেখতে পাই। পুলিশ হাটহাজারী থানায় লাশ নিয়ে গেছেন। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে"।
টিডিডি/ এএইচআর