সাজিদের মৃত্যুতে ইবির ছাত্র সংগঠনগুলোর শোক ও তদন্তের দাবি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ২১:৪৩

Thumbnail
ছবি: বিভিন্ন দলগুলোর লগো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের আল কুরাআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পৃথক বিবৃতিতে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ ও তদন্তের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ।

বিবৃতিতে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, আহবায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে- মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে প্রয়াত সাজিদ আব্দুল্লাহ'র শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয়, এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আলাদা এক যৌথ বিবৃতিতে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বলেন, আজ বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে মানুষের মরদেহ ভেসে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি থানা পুলিশের অফিসারদের উপস্থিতিতে লাশ তোলার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিশ্চিত করেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দরা আরো বলেন, "সাজিদ আব্দুল্লাহ ভালোমানের একজন সাঁতারু ছিলেন। পুকুরে সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে তাঁর মৃত্যু হয়েছে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ কারণ উদঘাটন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।"

অন্য আরেক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “সাজিদ আব্দুল্লাহর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে ছিল একজন সদা হাস্যোজ্জ্বল যুবক। তার এমন আকস্মিক চলে যাওয়া আমাদেরকে মর্মাহত করেছে। আমরা সাজিদ আব্দুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হয়েছে।পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এমএস/এইচটি।