আধিপত্য বিস্তারকারীদের তালিকা করছে পুলিশ: আইজিপি বাহারুল আলম

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৬:৫৭

Thumbnail
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। ছবি: সংগৃহীত
সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
 
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।
 
তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে তাদের সহযোগিতা কাম্য। গণ-অভ্যুত্থানের প্রভাব এখনো পুলিশ বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে শতভাগ কর্মদক্ষতা অর্জন সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
 
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর দায় নয়। তবে বাহিনী এখন আগের তুলনায় বেশি সক্রিয়। সম্প্রতি এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, অপরাধী ধরার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও, শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের।
 
তিনি আরও বলেন, সমাজে অসহিষ্ণুতা বেড়েছে এবং তা কমাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন।