নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩

Thumbnail
নির্বাচন কমিশনার ও এনসিপি লোগো

দেশে নতুন করে দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধনের অনুমোদন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নামের আরেকটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিব মো. আখতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই করা দলগুলোর মধ্যে দুটি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়েছে। তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’

নিবন্ধনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের সুযোগ পাবে।