দুইমাসেরও বেশি সময়ের আয়-ব্যয় প্রকাশিত

জনগণের অর্থে জনগণের রাজনীতি স্লোগানে আপ বাংলাদেশের 'ডোনেশন ক্যাম্পেইন' ঘোষণা

প্রকাশিত: ০২ জুন ২০২৫, ১৮:৪৯

Thumbnail
ছবি: সংগৃহীত

উন্মুক্ত ডোনেশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপল'স বাংলাদেশ (আপ বাংলাদেশ)। জনগণের অর্থে জনগণের রাজনৈতিক প্ল্যাটফর্ম' এই মূলমন্ত্রকে সামনে রেখে দলটি দেশের জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত অনুদান আহ্বান করেছে।

প্লাটফর্মটির আহ্বায়ক আলি আহসান জুনায়েদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, 'জনগণের অর্থেই গড়ে উঠবে জনগণের ভবিষ্যৎ।' আপ বাংলাদেশ এর পক্ষ থেকে দেশবাসী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান — 'যার যা সামর্থ্য, সে অনুযায়ী অনুদান দিন।'

প্ল্যাটফর্মটির অর্থনৈতিক উৎস হবে দলীয় সদস্যদের চাঁদা, প্রাথমিক সদস্য ফি, গণচাঁদা বা জনগণের দান এবং ইভেন্টভিত্তিক ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যম। 

দলের গঠনতন্ত্র অনুযায়ী, অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আপ তিনিটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটি হলো, ফাইন্যান্স, অডিট, এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি। 

প্ল্যাটফর্মটির অর্থনৈতিক উৎস হবে দলীয় সদস্যদের চাঁদা, প্রাথমিক সদস্য ফি, গণচাঁদা বা জনগণের দান এবং ইভেন্টভিত্তিক ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যম। দলের প্রথম সাধারণ সভায় গৃহীত একটি খসড়া ফাইন্যান্সিয়াল পলিসির ভিত্তিতে সমস্ত আর্থিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তারা। 

চলতি বছরের ১৬ মার্চ থেকে ৩১ মে সময়কালের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য দলের ওয়েবসাইটে (www.upbangladesh.org) প্রকাশিত হয়েছে। নিয়মিতভাবে ত্রৈমাসিক ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

অনুদান প্রদানের জন্য নিচের ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবাগুলোর তথ্য সরবরাহ করা হয়েছে:

 

ব্যাংক ট্রান্সফার:

 

নাম: Sibgatullah Toki (Lead, Finance Committee)

হিসাব নম্বর: 20502920204293101

শাখা: কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ

ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

 

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS):

 

বিকাশ: 01521258940 (Personal)

নগদ: 01521258940 (Personal)

রকেট: 01521258940 (Personal)

 

এ বিষয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আপ বাংলাদেশ কেবল একটি প্ল্যাটফর্ম নয়। এটি নতুন বাংলাদেশের স্বপ্ন। রাজনীতিতে জনগণের প্রদানকৃত অর্থের ব্যবহার সম্পূর্ণ স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হওয়া উচিত। আপনার সহযোগিতা শুধুমাত্র একটি সংগঠনের নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিপ্রস্তর গড়ার পদক্ষেপ।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ। প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য – দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দলীয় কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটিয়ে এক সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।

আরও পড়ুন