ঢাবির সব হলে প্রাথমিক চিকিৎসা বক্স ও ডাকসু গঠনতন্ত্রের অনুবাদ বিতরণ করল শিবির
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ১৬:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হলে প্রাথমিক চিকিৎসা উপকরণ ও ডাকসুর সর্বশেষ সংস্কারকৃত গঠনতন্ত্রের বাংলা অনুবাদ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির। ঢাবি শিবিরের Student Health Initiative for All (SHIFA) কার্যক্রমের আওতায় ফাস্ট এইড বক্স সরবরাহ করা হয়৷
বুধবার(২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিতরন করা হয়৷ এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বলা হয়, প্রাথমিক চিকিৎসা বক্স ও গঠনতন্ত্র ঢাবি শিবিরের প্রতিনিধিদের মাধ্যমে সকল হলে পৌছানো হয়৷ সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা বাংলা অনুবাদকৃত গঠনতন্ত্র ও চিকিৎসা উপকরণ সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয় ৷
এ বিষয়ে শাখা শিবির নেতা ও শিফার পরিচালক ইকবাল হায়দার বলেন, গভীর রাতে যখন ওষুধ পাওয়া যায় না তখনকার সংকটকে মাথায় রেখে বেসিক কিছু ওষুধ নিয়ে আমরা এই ওষুধ বক্সটি সাজিয়েছি। এখানে আমরা প্রশাসনের সাথে কোলাবোরেশান করে এই কার্যক্রম চালিয়ে যাব।
শাখা সভাপতি এসএম ফরহাদ বলেন, আমরা এই বক্স গুলো হলে আমাদের প্রতিনিধিদের কাছে দিচ্ছি। তারা এটা হলের যারা সিক বয় আছেন তাদের কাছে দেবেন। সিক বয়ের মাধ্যমে একজন ছাত্র হঠাৎ করে অসুস্থ হলে যেন চিকিৎসা পান সেটা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ ।
ডাকসুর গঠনতন্ত্র বিষয়ে ফরহাদ বলেন, সদ্য সংস্কারকৃত ডাকসুর গঠনতন্ত্রের বাংলা অনুবাদও আমরা নিয়ে এসেছি, আমাদের মনে হচ্ছিল সবার জন্য সুখপাঠ্য করে তুলতে গঠনতন্ত্র বাংলায় অনুবাদ করলে ভালো হবে। তাই আমরা এটি অনুবাদ করেছি৷ আমরা এগুলো আজকে আমাদের হলের প্রতিনিধির কাছে হস্তান্তর করব৷ সেখান থকে চাইলে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকরা সংগ্রহ করতে পারেন৷