বিপ্লবী ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২

দ্রুত ফ্যাসিবাদমুক্ত নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও বিজ্ঞানভিত্তিক ইসলামী শিক্ষানীতির দাবিতে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব নাজির মাহমুদ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ পর্যন্ত মুসলমানদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। কিন্তু স্বাধীনতার পর দেশ ভারতের প্রভাব, ফ্যাসিবাদী শাসন ও ধর্মবিরোধী রাজনীতির শিকার হয়েছে।
তিনি দাবি করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দমন-পীড়ন, গণহত্যা ও ভোটাধিকার হরণের ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে ১৯৪৭ সালের আকাঙ্ক্ষিত মুসলিম রিপাবলিকের ধারণা ব্যাহত হয়েছে।
আবদুল ওয়াহেদ বলেন, “বাংলাদেশ এখন আধুনিক গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র গঠনের সুযোগের মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বাহাত্তরের সংবিধান বহাল রেখে অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এ অবস্থায় আমরা চব্বিশ ও একাত্তরের চেতনা ধারণ করে কুরআন-সুন্নাহ ও বিজ্ঞানের আলোকে রিপাবলিক পুনর্গঠনের লক্ষ্যে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছি।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন ও যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খানসহ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বিপ্লবী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ইসরাইলবিরোধী অবস্থান ও ইসলামভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের দাবি জানিয়ে আসছে।
টিডিডি/ এএইচআর