ডাকসু নির্বাচন: কাল-পরশুর মধ্যে আসছে নির্বাচন কমিশনের আপডেট
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১৪:৩৬

শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত বিষয়ে সার্বিক আপডেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাল পরশুর মধ্যেই আপডেট প্রকাশ করা হবে। ফলে ঈদের আগে ডাকসু নির্বাচনসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে শিক্ষার্থীরা।
আজ রবিবার (১জুন) দুপুর ১টার দিকে দ্যা ঢাকা ডায়েরিকে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
নির্বাচন কমিশনের ডেডলাইন শেষ প্রসঙ্গে জানতে চাইলে উপাচার্য দ্যা ঢাকা ডায়েরিকে বলেন, আমরা ডাকসু নির্বাচন সংক্রান্ত আলোচনারা বিষয়ে সার্বিক একটা আপডেট দিবো। আগামীকাল কিংবা পরশু অর্থাৎ ক্যাম্পাস বন্ধের আগে আপডেট দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তা ইস্যুসহ অন্যান্য বিষয়েও আপডেট দেওয়া হবে।
নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল টিমের টহল বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় ১৫৪টির মতো সিসিটিভি লাগানো হয়েছে। আজকেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। কখন কোন গেট বন্ধ আছে, প্রক্টরিয়াল টিম কোথায় আছে এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে, গত ২১ মে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণা ও নিরাপদ ক্যাম্পাসের দাবি অনশনে বসেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন খালিদ। ২ জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠনের আশ্বাসে দীর্ঘ ৮১ ঘণ্টা পর অনশন ভাঙেন তারা।