শহীদ জিয়াউর রহমান স্মরণে

ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ, নিমগাছের নামমকরণ ‘শাজারাতুল জিয়া’

প্রকাশিত: ৩১ মে ২০২৫, ২৩:১২

Thumbnail
ছবি: বৃক্ষরোপণ করছেন নেতাকর্মীরা

সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান'র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর, কলা ভবনের সামনের চত্বর, বটতলা, হাকিম চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা নিমগাছের চারা রোপণ করেন। 

এই গাছকে ‘শাজারাতুল জিয়া’ নামে অভিহিত করেছে ছাত্রদল হয়। গাছটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। 

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন পরিবেশবান্ধব চিন্তার একজন অগ্রদূত। ১৯৭৭ সালে সৌদি বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব সফরের সময় তিনি উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন নিমগাছের চারা। গরিব দেশের একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তা সৌজন্য উপহার দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, নিমগাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, এটি একটি অত্যন্ত উপকারী ঔষধি গাছ। বিভিন্ন রোগ প্রতিরোধে নিমগাছের ব্যবহার রয়েছে।

Media Image ছবি: বৃক্ষরোপণ করছে ছাত্রদল

পরিবেশ সুরক্ষা ও শহীদ জিয়ার আদর্শ স্মরণে এ কর্মসূচি প্রতিবছর আয়োজন হবে বলে জানান নেতারারা।

আরও পড়ুন