জামায়াতের প্রতিবাদ বিবৃতি:

নির্বাচন চেয়ে ভারতের মন্তব্য জাতিসংঘ সনদের লঙ্ঘন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শামিল

প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১৭:৩৯

Thumbnail
ছবি: লগো, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের 'বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত' মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভারতের এমন মন্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে দলটি। 
 
শনিবার (৩১মে) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।  
 
বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে, ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
 
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসঙ্ঘ ঘোষিত সনদের লঙ্ঘন। বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।
 
বিবৃতিতে জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের বক্তব্য প্রদানের ক্ষেত্রে জাতিসংঘের সনদ অনুসরণ করা হয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা হয়। 
 
একইসঙ্গে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি জানান তিনি।
আরও পড়ুন