ডাকসুর ব্যালট ইস্যুতে তদন্তে নেমেছে প্রশাসন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৩

Thumbnail
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের উদ্বুদ্ধ ব্যালট ছাপানোর বিতর্ক নিয়ে তদন্তে নামার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

 বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। 

কমিশন জানিয়েছে, গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে এখন পর্যন্ত প্রাপ্ত ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে লিখিত জবাব প্রদান করা হয়েছে। তবে ব্যালট পেপার ইস্যুতে ওঠা অভিযোগকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং এ নিয়ে অধিকতর তদন্ত কাজ চলছে।

চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব প্রদান করা হবে। এছাড়া চলমান তদন্তের ফলাফলসহ সব বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই কমিশন সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

এইচটি।