শহীদ জিয়ার স্মরণে দুস্থ-খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করল ঢাবি ছাত্রদল
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৯:৩৪

সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান'র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ-অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল শুক্রবার বাদ এশা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রের সকল পর্যায়ের জনগণের ব্যাপারে চিন্তা করতেন। ছাত্রদলের এই কর্মসূচি ছাত্রদল নেতাদের জনগণের সেবায় উদ্ভুদ্ধ করার জন্য। তেমনিভাবে এই কর্মসূচি উদ্দেশ্য শিক্ষার্থী ও সমাজকে বার্তা এই বার্তা পৌছে দেয়া যে সমাজের এই অবহেলিত অংশকে ভুলে গেলেও চলবে না।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদ জিয়ার মানবিক আদর্শ ও সমাজকল্যাণমূলক চেতনাকে স্মরণ করার একটি প্রয়াস, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।