জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে ঢাবি ছাত্রদল

প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৯:১৭

Thumbnail
ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান'র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

 

আজ শুক্রবার (৩০ মে) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ কর্মসূচি পালিত হবে।  

 

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোঃ ইয়াহইয়া এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কর্মসূচির সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাত্রদলের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদ জিয়ার মানবিক আদর্শ ও সমাজকল্যাণমূলক চেতনাকে স্মরণ করার একটি প্রয়াস, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন