
আগামী ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।
শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।
রমজান হলো ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ মাসে মুসলমানরা ফজরের (ভোরের) আগে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন এবং সূর্যাস্তের পরে ইফতারের মাধ্যমে তা ভাঙেন। রমজান মাসে কোরআন শরিফ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব বেড়ে যায়।