ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন উপদেষ্টা মাহফুজ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

‘ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন’ জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি স্ট্যাটাসে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক, রাজনৈতিকভাবে সচেতন-সক্রিয় এবং জনগণের প্রতি দায়বদ্ধ গণতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সকল প্রার্থীরা একযোগে কাজ করবেন বলে আশা রাখি। একটি ভালো নির্বাচন উপহার দেয়ায় ভিসি স্যার ও উনার টিমকে অশেষ ধন্যবাদ।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে সিনেট ভবনে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
নির্বাচনে ভিপি পদে মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ৭০৮ ভোট; জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন পাঁচ হাজার ২৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মো. মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট।