জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ইউট্যাব'র কুরআন খতম ও দোয়া মাহফিল
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৭:৫৯

সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কুরআন খতমের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
শুক্রবার (৩০ মে) রাজধানীর লালবাগে অবস্থিত মাদরাসাতুশ শায়েখ মূসা তাহফিজুল মাদ্রাসায় এ ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ইউট্যাবের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এতে উপস্থিত ছিলেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. নুরুল আমিন।
এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, ড. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, অধ্যাপক ড. কাজী আহসান হাবীব, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক ড. নাসির উদ্দিন, অধ্যাপক ড. নাসির আহমেদ, অধ্যাপক ড. জামির হোসেন, ড. আবু তৈয়ব মো. নাজমুছছাকিব ভূঁইয়া, ড. তারেক বিন আতিক, ড. মুহাম্মদ ছালেহ উদ্দীন, ড. মো. আনিসুর রহমান ও ড. মো. আবু হানিফ সরকার।

মাহফিলে ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের অনুপ্রেরণা। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ আমরা কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তায়ালা উনাকে বেহেস্ত নসিব করুন।
তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার—আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, এবং দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।