ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, সত্য নয় বললেন একাধিক কেন্দ্রীয় নেতা

প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৬:৪২

Thumbnail
ছবি: রাকিবুল ইসলাম রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ গুঞ্জনের কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি প্রোপাগাণ্ডা বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা।  

 

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতি পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায় অসুস্থ থাকার কারণে তিনি প্রোগ্রামে উপস্থিত হতে পারেনি। 

 

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আমাদের সভাপতির পদ হারানোর বিষয়টি ছড়িয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি কিছু। আমি যতদূর জানি, গত প্রোগ্রামের পর থেকে উনি অসুস্থ বোধ করছেন। এজন্য আজকের প্রোগ্রামে উনি উপস্থিত হতে পারেন নি। যেহেতু অফিসিয়াল কোনো তথ্য আমাদের জানা নেই, সেহেতু আমরা এসব নিউজের প্রতি রিলাই করতে পারিনা। এখন পর্যন্ত এধরণের ঘটনার সত্যতা নেই।"

 

তিনি আরও বলেন, "তবে দিনশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিবেন সে সিদ্ধান্তের প্রতি অবিচল থাকব। আমরা মনে করি, আমরা দলের জন্য সকলেরই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিগত দিনগুলোতে যেভাবে করেছি। আগামী দিনগুলোতেও ছাত্রদলের কার্যক্রমকে বেগবান করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।"

 

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, "রাকিব ভাই অসুস্থ। ঠান্ডা জ্বর। সেজন্য বিশ্রামে আছে। এর বাহিরে আর কিছু নয়। বাকিসব প্রোপাগাণ্ডা।"

আরও পড়ুন