বাজেট, রেলওয়ে ও স্কলারশিপ বাবদ বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দিবে জাপান

প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১১:৫৫

Thumbnail
ছবি: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় জাপান থেকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাবে বাংলাদেশ। এই অর্থ বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষা খাতে অনুদান হিসেবে ব্যবহৃত হবে।

 

আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, দুই দেশ এই তহবিলের বিষয়ে একটি এক্সচেঞ্জ অব নোট স্বাক্ষর করেছে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উপস্থিত ছিলেন। আজ টোকিওতে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তারা।

 

চুক্তি অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতার জন্য মোট অর্থের ৪১৮ মিলিয়ন ডলার দেবে জাপান। ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে এ অর্থ দেয়া হবে। 

 

এছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে দ্বৈত গেজের ডাবল লাইনে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাপান।

 

শিক্ষা খাতেও সহায়তা অব্যাহত রেখেছে জাপান। চুক্তির আওতায়, শিক্ষার্থীদের স্কলারশিপ কর্মসূচিতে ব্যয়ের জন্য ৪.২ মিলিয়ন ডলার অনুদান প্রদান করা হবে।