ঢাবি শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১৭:৪৩

Thumbnail
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪ জুন) আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।
 
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে গবেষণার বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে একজন শিক্ষার্থী ভবিষ্যতে দক্ষ গবেষক হওয়ার যোগ্যতা অর্জন করবে। এটি শিক্ষার্থীদের জন্য অনন্য একটি সুযোগ। 
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি জনগনের যে আশা-আকাঙ্খা রয়েছে, তা অনেকাংশেই পূরণ করা সম্ভব। শিক্ষকদের গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণাগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারলে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়েও তা ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
 
এসময় ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. বিজয় লাল বসু এবং বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত ১৭টি গবেষণা প্রস্তাবের মধ্যে বাছাইকৃত ৮টি গবেষণা প্রস্তাব সেমিনারে উপস্থাপন করা হয়।
 
টিডিডি/ এএইচআর