ঢাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের স্বাস্থ্য সেলের নেতৃত্বে মাস্উদুজ্জামান

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ২৩:৪৫

Thumbnail
ছবি: মোহাম্মদ মাস্উদুজ্জামান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে 'স্বাস্থ্য সেল' গঠন করছে সংগঠনটি। স্বাস্থ্য সেলের সম্পাদক হয়েছেন ঢাবির দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাস্উদুজ্জামান। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফার্মেসী স্থাপন, হেলথক্যাম্প আয়োজনসহ একাধিক উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। 

সোমবার (২৩ জুন) সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম ও মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম  সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এছাড়াও স্বাস্থ্য সেলের সহ সম্পাদকের দায়িত্বে সাইদুর রহমান শাহিদ, মোঃ আমিনুল ইসলাম, তাহমিনা আক্তার মিম এর নাম অনুমোদন করা হয়েছে। সদস্য পদে রয়েছেন মোঃ সাজিদ হোসেন সাজু, মোক্তারুল ইসলাম মাসুম, সাদিয়া হাসান লিজা, মোঃ মেহেদী হাসান।

মোহাম্মদ মাস্উদুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়নে তাদের স্বাস্থ্য সেল কাজ করে যাবে। এর অন্যতম লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের ভেতর দ্রুত একটি ফার্মেসি স্থাপন এবং মোর্তজা মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা ও পরিধি বাড়ানো ও আধুনিকায়ন নিশ্চিত করা। ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে চিকিৎসা পায়, সে বিষয়ে হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে। 

তিনি বলেন, হলগুলোতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এবং জরুরি ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হল প্রশাসনের সঙ্গে কাজ করা হবে। নারী শিক্ষার্থীদের কথা বিবেচনায়, মেয়েদের হলে নারীদের জন্য আলাদা স্বাস্থ্যসেবা ও হেলথ ক্যাম্পের আয়োজন করা হবে। মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন সময় আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিট চেয়ে আবেদন করে থাকেন, সেই পরিস্থিতিতে স্বাস্থ্য সেল সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাশে থাকবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।