পলিটিকাল সায়েন্স কনফারেন্স থেকে দেশগঠনে একসাথে কাজের তাগিদ
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ২১:৪৫

দেশগঠনে রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক নেতা, সিভিল সোসাইটি এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের একসাথে কাজ করার তাগিদ জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা।
সোমবার (২৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দুই দিনব্যাপী ‘দ্য স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসিস: ফ্রম মাস আপরাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং’ শীর্ষক ‘ফার্স্ট পলিটিক্যাল কনফারেন্স’ এর দ্বিতীয় দিনে এ তাগিদ দেন আলোচকরা।
শ্যাডো রিফর্ম কমিশন, শ্যাডো ন্যাশনাল কনসেনসাস কমিশন এবং পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের যৌথভাবে কনফারেন্সটি আয়োজন করে। সমাপনী দিনে ছিল গণমাধ্যম, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘গণতান্ত্রিক উত্তরণে গণমাধ্যম, রাজনৈতিক এবং সিভিল সোসাইটির ভূমিকা’ শীর্ষক সেশন।
সেশনের শুরুতে কনফারেন্সের আহবায়ক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ১১টি ছায়া সংস্কার কমিশনের রিপোর্টের সারাংশ উপস্থাপন করেন। তিনি বলেন, কনফারেন্সটিকে আমরা যেন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করি এবং জ্ঞান আহরণ, ভাবনার বিনিময়, ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করি। আমরা দ্রুত ছায়া সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রকাশ করবো। আশা করি দেশের গণতান্ত্রিক উত্তরণে এই কনফারেন্স এবং ছায়া সংস্কার কমিশনের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এরপর সেশনে অংশগ্রহণ করেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমার বাংলাদেশ পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন এবং সিটিজেন কোয়ালিশনের সদস্য জিয়া হাসান। সেশনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশনগুলোর মধ্যে আলোচনা চলছে। আগামী মাসের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। এর মধ্যমে একটা জাতীয় সনদ প্রণয়ন করে সাক্ষাৎ করতে হবে৷ এর মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে।
তিনি বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য ১১টা কমিশন গঠন করছে। আপনারও একইভাবে সংস্কার কমিশন গঠন করছেন। আপনাদের কমিশনগুলোর রিপোর্ট আগে পেলে আমরা উপকৃত হতাম।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বাংলাদেশে প্রত্যেক রেজিমের সময় আমরা এক্সপেরিয়েন্স করি সরকারের কাছে জনগণের কিছু প্রত্যাশা থাকে। এই প্রত্যাশাগুলো সরকার যখন পূরণ করতে পারে না তখন মানুষ ভাবে তারা যা চায় তা হওয়া উচিত এবং তা হওয়ার জন্য কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের জন্য বিভিন্ন কমিশন হয়, কমিশনগুলো রিপোর্ট তৈরি করে। কিন্তু আক্ষরিক অর্থে সেই সংস্কার মানুষের প্রত্যাশা পূরণ করে না।
আব্দুস সালাম বলেন, বিএনপি দেশে সংস্কার করেছে প্রথম। শেখ মুজিবুরের বাকশাল থেকে বিএনপিই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে আমলারা। আমলারা আজকেও সব পরিচালনা করছে। আমাদের সংস্কার চলমান। দেশে রাজনৈতিক সাংস্কৃতিক বিপ্লব হলেই দেশের উন্নতি সম্ভব।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, সংকটের গোড়ায় হাত দিতে হবে। আমাদেরকে অবশ্যই নাগরিক দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের ইনট্রিগেশন হয়নি। আপনি এখানে মানুষ দেখবেন, নাগরিক দেখবেন না। আপনি জনগণ দেখেন, প্রজা আকারে দেখেন। নাগরিক আকারে দেখেন না। এই জনগণের সাথে ক্ষমতার সম্পর্কটাই আমরা দেখি না।
টিডিডি/ এএইচআর