২ জুন বাজেট উপস্থাপন, প্রচার হবে সব ইলেকট্রনিক মাধ্যমে

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৭:২১

Thumbnail
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (ছবি : সংগৃহীত)
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট বক্তৃতাটি রেকর্ড করা অবস্থায় ২ জুন (সোমবার) বিকাল ৪টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত হবে। একই সঙ্গে দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনকেও এ সময় প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে সরকারের তথ্য অধিদফতর (পিআইডি)।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, জনসাধারণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে প্রস্তাবিত বাজেটে ঘাটতি দেখা দিতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে অর্ধেকের বেশি বিদেশি উৎস থেকে এবং বাকি অংশ ঘরোয়া উৎস—ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

চলতি ব্যয়ের জন্য ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বরাদ্দ হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

সরকারের লক্ষ্য অনুযায়ী, নতুন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে ৫.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে বাজেটে নির্বাচন আয়োজনে বরাদ্দ রাখা হতে পারে ২ হাজার ৮০ কোটি টাকা। যদিও নির্বাচন কমিশন ৫ হাজার ৯২২ কোটি টাকার চাহিদা দিয়েছিল, যার বড় অংশই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি।