
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ একটি ফেসবুক পোস্টে সবাইকে দোয়ার আহ্বান জানান। পোস্টে তিনি জানান, “আমাদের প্রিয় সহযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তার অবদান সবসময়ই ছিল সাহস ও নেতৃত্বের প্রতীক।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমরা সবাই তার পাশে রয়েছি এবং সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টিডিডি/ এএইচআর