ঘটনায় শিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পরে ক্ষমা চান ফাকাব্বির

শাবিপ্রবির হলে ঢুকে শিক্ষার্থী হত্যার চেষ্টা; ছাত্রদল কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৭:২০

Thumbnail
অভিযুক্ত ছাত্রদল কর্মী শেখ ফাকাব্বির সিন। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে ঢুকে শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ ফাকাব্বির সিন নামে এক ছাত্রদল কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত ১৭ মে সিন্ডিকেটের ২৩৬তম সভায় সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। 


শেখ ফাকাব্বির সিন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। ফাকাব্বির বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন। ফাকাব্বির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নিয়মিত গাঁজা সেবন করতেন বলে জানিয়েছে তার রুমমেট রিয়াদ ভূঁইয়া। 


বৃহস্পতিবার (২৯ মে) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন,“তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সুপারিশে ফাকাব্বিরকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ মে সিন্ডিকেটের ২৩৬তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।”

 

এর আগে গত ৫ জানুয়ারি রাত ১০টার দিকে শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে ঢুকে শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। কক্ষে থাকা শিক্ষার্থী আমিরুল ইসলাম, আতিকুজ্জামান ও আবু হুরায়রা রাতিন জানান, অভিযুক্ত ফাকাব্বির পকেট থেকে ছুরি বের করে আমিরুলকে হত্যার চেষ্টা করেন।

 

আমিরুল ইসলাম বলেন, “টিউশন শেষে আমি রাত ৯টার দিকে রুমে ফিরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ফাকাব্বির শর্ট প্যান্ট পরে রুমে ঢুকে নিজেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে দাবি করে এবং ইউটিউব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায়। এরপর পকেট থেকে ছুরি বের করে আক্রমণের চেষ্টা করে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে প্রক্টরকে ফোন করে বিষয়টি জানাই।”

 

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ান ভয়েস’-এ শিবিরকে জড়িয়ে মিথ্যা পোস্ট দেন ফাকাব্বির। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিজ্ঞাসাবাদে সত্য উদঘাটন হলে তিনি ওই গ্রুপে ক্ষমা চান। ক্ষমা চেয়ে ফাকাব্বির লিখেন, “আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে জড়ানোর চেষ্টা করেছি, ভবিষ্যতে এমন কাজ আর করব না।”

Media Image ছাত্রশিবিরকে নিয়ে ফাকাব্বিরের 'উদ্দেশ্যপ্রণোদিত' পোস্ট

 

Media Image পোস্টের মাধ্যমে ছাত্রদল কর্মীর স্বীকারোক্তি