আবু সাঈদ হত্যার বিচার চাওয়া শিক্ষক এখন হত্যা মামলায় গ্রেফতার

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ১৫:১১

Thumbnail
ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোহা. মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দাবি করে সোচ্চার হওয়া এই শিক্ষককে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে হাজিরহাট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
 
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর মানববন্ধনের ডাক দেন শিক্ষার্থীরা।
 
জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক মাহমুদুল হক একাধিক ফেসবুক পোস্টে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন এবং আবু সাঈদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন। ১১, ১৭ ও ১৮ জুলাই তার পোস্টগুলোতে আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
 
তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা ২০২৪ সালের ২ আগস্ট রংপুর নগরীর রাধাকৃষ্ণপুর এলাকার মুদি দোকানি সমেস উদ্দিনের মৃত্যুর সঙ্গে জড়িত। এ ঘটনায় সমেস উদ্দিনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে স্থানীয়দের দাবি, সমেস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান এবং মামলাটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে।
 

এ বিষয়ে জানতে মামলার বাদী সমেস উদ্দীনের স্ত্রী আমেনা বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, তার স্বামী সমেস উদ্দিনকে ধরতে গত ২ আগস্ট পুলিশ এলে তিনি দোকান থেকে নেমে পালানোর চেষ্টা করে একপর্যায়ে মাটিতে পড়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেন হত্যা মামলা করলেন- এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রশাসন তাকে ডেকে নিয়ে গিয়ে কাগজে সই করতে বলেছে, তিনি সই করেছেন। তিনি কারও নামে হত্যা মামলা করেননি বলে জানান।