বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে ঢাকা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ২০:০৮

Thumbnail
বৃক্ষরোপণ করছেন ঢাকা কলেজ ছাত্রদল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ এরিয়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ঢাকা কলেজ ছাত্রদল। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা কলেজ মাঠে শাখা ছাত্রদলের ২নং যুগ্ম-আহ্বায়ক মামুনুর রহমানের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সাইন্সল্যাব থেকে কলেজ পর্যন্ত রাস্তার আইল্যান্ডের মাঝে, কলেজের মূল ফটকে ও পুকুর পাড়ে বেশকিছু বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে ছাত্রদল নেতা মামুনুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে এই ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখল ও সন্ত্রাসী রাজত্ব চলেছিল। যার ফলে শিক্ষার্থীরা একটি অবরুদ্ধ পরিবেশে দিন কাটাতে বাধ্য হয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা একটি মুক্ত ও শান্তিপূর্ণ ক্যাম্পাস ফিরে পেয়েছি। আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সকলে মিলে এই ক্যাম্পাসকে শুধু রাজনৈতিকভাবে নয় বরং শিক্ষাবান্ধব, সবুজ ও সুন্দর পরিবেশে পরিণত করতে চাই। এজন্যই বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। 

ঢাকা কলেজ ছাত্রদলের মো. হাসান আবেদ বলেন, আজ আমরা দেশনেত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা এই কর্মসূচির মাধ্যমে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের প্রতিটি মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন এবং জেল খেটেছেন। আমরা ঢাকা কলেজ ছাত্রদল নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবসময় মাঠে ছিলাম। এবং সামনের দিনগুলোতে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের  যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান রাজ, ওবায়দুর রহমান শিবলী, আবু হেনা মোস্তফা কামাল রাজিব, নাহিদ আল হাসান, আব্দুল মালেক সাইমনসহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মীরা।