খালেদা জিয়ার জন্মদিনে উপলক্ষ্যে জাবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল, অনুপস্থিত আহবায়ক-সদস্য সচিব 

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৫০

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের একাংশের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন না শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতা। জানা যায় দাওয়াত পাননি তারা। 
 
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
 
উক্ত দোয়া মাহফিলে আহবায়ক বাবর এবং সদস্য সচিব অনিকের অনুপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে বাবর জানান, তিনি এই আয়োজনের বিষয়ে জানেন না।
 
শাখা ছাত্রদলের একাংশের অভিযোগ, গত ৮ আগষ্ট শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব মিলে একটি বিতর্কিত বর্ধিত আহবায়ক কমিটি ও হল কমিটি ঘোষণা করে। এতে ছিনতাইকারী, ছাত্রলীগ, চাঁদাবাজ ও বহিষ্কৃতদের পদায়ন করা হয়। তাই শাখা ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে এই বিতর্কিত কমিটির প্রতিবাদ করায় শীর্ষ পাঁচ নেতা গত কয়েকদিন ক্যাম্পাসে প্রবেশ করছেন না। 
 
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবিদুর রহমান বলেন, " যারা আমাদের নেত্রীকে বছরের পর বছর সীমাহীন কষ্ট দিয়েছে, তাদের সহযোগী সংগঠনের কর্মীদের যখন জাবি ছাত্রদলে পদায়ন করা হয়, তখন দলের ত্যাগী নেতাকর্মীরা চুপ করে বসে থাকতে পারে না।" 
 
তিনি আরও বলেন, "দলের ভাবমূর্তি রক্ষার্থে আমরা ত্যাগীরা ঐক্যবদ্ধ। যারা বিতর্কিতদের স্থান দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতোই হবে, তাদের পলায়নই করতে হবে। 
 
যুগ্ম আহ্বায়ক দেওয়ান আলাউদ্দিন হোসেন বলেন, লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারে যার ভূমিকা সারা পৃথিবীব্যাপি সমাদৃত তিনি আমাদের অহংকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আজ তার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাবি ছাত্রদল তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা যাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি আজ জাবি ছত্রদল তাদেরকে পুনর্বাসন করে ছাত্রদলের ইমেজ নষ্ট করেছে। আমরা মনে করে এটা পরিকল্পিত, জাকসুতে ছাত্রদল যাতে ভালো করতে না পারে সেই জন্যই ঠিক জাকসুর পূর্ব মুহুর্তে এমন কমিটি দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করেছে। দলের ভাবমূর্তি রক্ষার্থে হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 
 
অনুপস্থিতির বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
 
শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, কেন্দ্র ঘোষিত আমাদের দুইদিনের কর্মসূচি অনুযায়ী আজ বিকাল বাদ আসর সকল হলে দোয়া অনুষ্ঠিত হবে। আজকে বাদ জুমা কারা প্রোগ্রাম করলো জানি না; এটি কেন্দ্রীয় কর্মসূচী নয়। 
 
কিন্তু এই কর্মসূচীর ছবি কেন্দ্রীয় ছাত্রদলের পেইজ থেকে প্রচার করতে দেখা যায়। 

 

টিডিডি/ এএইচআর