উপদেষ্টাদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত হবে: দুদক চেয়ারম্যান
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১৯:২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, উপদেষ্টা পরিষদের কারও বিরুদ্ধেও যদি সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত করা হবে। শুধু মুখের অভিযোগ নয়, প্রমাণসহ তথ্য আনতে হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুরে পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দুপুরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন।
ড. মোমেন বলেন, “শুধু বলা যাবে না কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে—প্রমাণ থাকতে হবে। অভিযোগ প্রমাণ করতে না পারলে তা টিকবে না। বিগত ১৬ বছরে ঠিকাদার, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অভিযোগকারীদের মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, ফলে অভিযোগ আসেনি।”
তিনি আরও জানান, রাষ্ট্রের অর্থ সাশ্রয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই ধারাবাহিকতা রাজনৈতিক সরকারের সময়েও বজায় রাখতে হবে। কেউ কেউ আশঙ্কা করেন রাজনৈতিক সরকার এলে পরিস্থিতি খারাপ হতে পারে, তাই সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা ঠিকভাবে কাজ না করলে সমালোচনা করবেন।”
দুদক চেয়ারম্যান জানান, পূর্বে ধামাচাপা দেওয়া বহু মামলা পুনরুজ্জীবিত করার কাজ চলছে। পরে তিনি রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন।