সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদাপাথর উত্তোলনের প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্রসংসদের

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১৮:১৬

Thumbnail
ছবি: দ্যা ঢাকা ডায়েরি সম্পাদিত
সিলেটের ভোলাগঞ্জ এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ও নির্বিচারে সাদাপাথর উত্তোলন চলমান থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটি অভিযোগ করেছে, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের সহায়তায় এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ধ্বংসযজ্ঞের আকার ধারণ করেছে।
 
সোমবার (১১ আগস্ট) সংগঠনটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। 
 
প্রতিবাদ লিপিতে বলা হয়, স্থানীয় প্রশাসনের উদাসীনতা এবং দুর্নীতি এই অপরাধকে উৎসাহিত করছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ নষ্টের কারণে সিলেটের পাহাড়, নদী ও সবুজাভ প্রাকৃতিক দৃশ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর তলদেশের ধ্বংস, জৈববৈচিত্র্যের হ্রাস এবং কৃষি ও মৎস্যশিল্পে ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংগঠনটি উল্লেখ করেছে।
 
সংগঠনের বক্তব্যে বলা হয়, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র স্থানীয় নয়, এটি দেশের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই অবিলম্বে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা এবং এই অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
 
 
টিডিডি/ এএইচআর